কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বেলতলা তিন রাস্তার মোড় বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) উপজেলার ভান্নারা বেলতলা তিন রাস্তার মোড় বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মুসলিম খান,উপস্থিত ছিলেন,নির্বাচ পরিচালনা কমিটির সদস্য আবুল হাসেম (মেম্বার),তমিজ উদ্দিন,ইউসুফ সিকদারসহ অন্যান্য সদস্যরা যারা নির্বাচিত হয়েছে,সভাপতি পদে শাহীন হোসেন(চেয়ার প্রতীক)নাছির বিশ্বাস সহ-সভাপতি (ফুটবল)শাহেদ আলী মালেক সাধারন সম্পাদক (মোটরসাইকেল)শামীম আহম্মেদ সহ-সাধারন সম্পাদক(কলস)হানিফ শেখ সাংগঠনিক সম্পাদক (আপেল)জুয়েল মাহমুদ কোষাধ্যক্ষ, আমিনুল ইসলাম ক্রীয়া সম্পাদক, নিজাম উদ্দিন দপ্তর সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায়, শাহীন আলম সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আয়নাল মাহমুদ জয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।