মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দেবরাজ নামে একটি ছেলে গোসল করতে গিয়ে হারিয়ে যায়। ৪৮ ঘণ্টা পর তাকে পানিতে থেকে মরাদেহ উদ্ধার হয়েছে। (১৬ জুন) শুক্রবার রাত ১১দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন সাতানী বাজারের জন্ঠুর ছেলে নিজ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, ১৫ ই জুন দুপুরে খালে গোসল করার উদ্দেশ্যে রওনা হয় ।তখন পানিতে লাফালাফি করে পাশেই ছিল একটি কাঠের পাইলিং সেই পাইলিং এর সাথে মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে পানিতে ডুবে যায়। পরে তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে ও এলাকায় মানুষের কাছে বলাবলি শুরু করে। একপর্যায়ে তাকে না পেয়ে মাইক সিস্টেম করে বিভিন্ন এলাকায় বার্তা পৌঁছে দেয়। ১৬ই জুন রাত দশটার দিকে তার মরা দেহ পানি থেকে উদ্ধার করে স্থানীয়রা।
পরে পুলিশ এসে তদন্ত করে ও পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্ত করে ওই রাতেই তাকে মাটি দেওয়া হয়।