সোলেমান আহমেদ মানিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর চৌমুহনায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম ইমন (১২)। সে ভুনবীর ইউপির সাতগাঁও আলিসারকুল এলাকার মালেক মিয়ার ছেলে। শুক্রবার (১৬জুন) দুপুরে উপজেলার ভুনবীর চৌমুহনা সংলগ্ন একটি মিলে বজ্রপাতে শিশুটি মারা যায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান বজ্রপাতে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ইমন ঐ মিলে কাজ করতো। দুপুরে বৃষ্টির সময় মিলের খোলা যায়গা থেকে জিনিসপত্র সরানোর জন্য গেলে বজ্রপাতে ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মিঠুন জানান, বিষয়টি এখনো কেউ উনাকে জানায়নি, উনি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।