মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুুয়াখালী) প্রতিনিধি: জাতীয় শ্রমিক লীগের রাঙ্গাবালী উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন শুক্র বার কাচিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ১১৪ পটুুয়াখালী -৪ আসনের এমপি অধ্যক্ষ মহিবুর রহমান মুহিব।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রওশন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গাবালী সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন,
রাঙ্গাবালী সদর ইউনিয়ানের চেয়ারম্যান ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুজ্জামান মামুন খন।
এসময় আরও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,বড়বাইশদিয়া ইনিয়ানের চেয়ারম্যান মোঃ রাসেল মাহমুদ,পটুুয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান শিমুল,রাঙ্গাবালী উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মাহাথীর মোহাম্মাদ রেশাদ, জাতীয় শ্রমিক লীগ রাঙ্গাবালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ ওবায়দুল মল্লিক।
এ ত্রিবার্ষিক সম্মেলনে রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়ান থেকে শত শত শ্রমিক লীগ নেতাকর্মী উপস্থিত হন।