কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাওনা টু কালিয়াকৈর সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু করেছে গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ।
বুধবার (১৫জুন)সকাল থেকে বিকাল পর্যন্ত মাওনা টু কালিয়াকৈর আঞ্চলিক সড়কের এই অভিযান চলে। এ সময় অটো রিসকা, সিএনজি , পিকআপ, ট্রাক, যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৯টি সিএনজি জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়।
গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের টি আই (প্রশাসন) নাসির উদ্দিন জানান, ‘দিনব্যাপী অভিযানে ৯টি সিএনজির ড্রাম্ফিং ও ৮টি যানবাহনের বৈধ কাগজপত্র নেই সেগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ সময় পনের হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ট্রাফিক পুলিশের টিআই নাসির উদ্দিন,টি আই আবুল কাশেম,টি আই শহিদুল ইসলাম, সার্জেন্ট আলমগীর, মাসুদ পারভেজ প্রমুখ।