মোঃ নাসিম: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৩-২৪ অর্থ বছরে খরিফ ২-২৩-২৪মৌসুমে উফসি রোপা আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রনোদনা কর্মসূচি শুভ উদ্বোধন। এই মৌসুমে নাচোল উপজেলায় প্রায় ১৮০০ জন কৃষককে ৫ কেজি করে বি.আর ৭৫ ধানের বীজ, ২০কেজি করে সার সুবিধা প্রদান করেছে। আজ বেলা ১১,৩০ মি: উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে সার-বীজ বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু , সাবেক জেলা পরিষদ সদস্য রয়েল বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, উপ-সহকারী কৃষি অফিসার, আমিনুল ইসলাম ও রাকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, ২২-২৩অর্থবছরে খরিফ-২-২৩-২৪মৌসুমে পেঁয়াজ ও উফশী রোপা আমন ধান ফষলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪টি ইউিনিয়ন ও পৌর এলাকার মোট ১হাজার ৮ শো’ কৃষক প্রতিজনের মাঝে ২০কেজি রাসায়নিক সার ও ৫ কেজি করে বি আর৭৫ উচ্চ ফলণশীল ধানবীজ বিতরণ করা হয়েছে।