মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,মহিলাদের মাঝে সেলাই মেশিন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীও বৃক্ষ রোপন সপ্তাহ উপলক্ষ্যে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছের চারা বিতরণ করা হয়।
কালিয়াকৈর উপজেলা পরিষদের অর্থায়নে বৃহস্পতিবার বিকালে গাজীপুর জেলা প্রশাসক মো: আনিসুর রহমান এসব বিতরণ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত বিতরণী সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথী গাজীপুর জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান।
কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান মো: সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অনিন্দ্য গুহ,উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মিজানুর রহমান প্রমূখ।