মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জেঞ্জিচালা এলাকায় মাটির ঘরের উঠান থেকে গ্রেনেড উদ্ধার করে কালিয়াকৈর থানার মৌচাক (ফাঁড়ি) পুলিশ। বুধবার (১৪ জুন) সকালে জেঞ্জিচালা এলাকায় রহিজ উউদ্দিনের মাটির ঘরের উঠান খুঁড়তে গিয়ে পাতিলের ভেতরে গ্রেনেড পাওয়া যায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায় জেঞ্জিচালা এলাকায় রহিজ উদ্দিনের নতুন ঘর তৈরির জন্য মাটির ঘরের উঠান খুঁড়তে শুরু করেন। এসময় ঘরের উঠানের কিছু অংশ খুড়তেই মুখ বন্ধ করা একটি মাটির পাতিল পাওয়া যায়।
বাড়ির লোকজন সেটা বের করে বোমের মতো দেখতে পান। এলাকাবাসী পুলিশকে খবর দিলে খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ি সদস্যরা ঘটনা স্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে।
কলিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেটিকে পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে।