মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছোনাউটা গ্রামে বাসার হাওলাদারের স্ত্রী ফিরোজা বেগম স্বামীর অত্যাচারে কারনে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায় ১২ জুন সোমবার কিস্তির টাকা নিয়ে স্বামী বাসার ও স্ত্রী ফিরোজার সাথে কথার কাটাকাটি হয় এক পর্যায় মারধরের ঘটনা ঘটে। ফিরোজা গোপালগঞ্জ জেলার মোকছেদপুর এলাকার মিরাজ ঠাকুরুের মেয়ে।
মিরাজ ঠাকুর বলেন, আমার মেয়ে মারা গেছে শুনে আমি এসে দেখি খাটে সোয়ানো আমার মেয়ের লাশ, সবাই বলে আত্মহত্যা করেছে, কিন্তু আত্মহত্যার কোনো আলামত দেখিনাই।
এবিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ঘটনা স্থলে পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য এনেছি, জিজ্ঞাসাবাদের জন্য বাসারকে আটক করে থানায় এনেছি, মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।