etcnews
ঢাকাMonday , 12 June 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে জঙ্গল থেকে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

etcnews
June 12, 2023 5:56 pm
Link Copied!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বরাব এলাকার জঙ্গল থেকে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাদ্দাম হোসেন (২৫) পাবনা জেলার ইশ্বরদী উপজেলার আলতাপাড়া গ্রামের হাতেম মোল্লার ছেলে । তিনি উপজেলার মৌচাক ভান্নাড়া পূর্বপাড়া স্থানীয় বাবুর বাসার ভাড়াটিয়া।

স্থাানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সাদ্দাম অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়না। সোমবার উপজেলার বরাব এলাকায় একটি জঙ্গলে ওই যুবকের গলাকাটা লাশ দেখতে পায়। এলাকাবাসী পুলিশে খবর দিলে মৌচাক পুলিশ ফাঁড়ির পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে ।

নিহত সাদ্দামের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম বিষষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে পরিবার তার লাশ শনাক্ত করেছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় নিহত সাদ্দাম নেশা করতেন।

মরদেহ ময়নাতদনের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই এবং মাদক সংশ্লিষ্ট কারণে তাকে গলা কেটে হত্যা করেছে। অটোরিকশাটি পাওয়া যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।