রোববার রাজধানীর বন্ধ মার্কেট ও দোকানপাট
ঢাকা, ২৯ ডিসেম্বর:
রাজধানীতে দৈনন্দিন কেনাকাটা বা জরুরি কাজের জন্য বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয়। তবে প্রতিটি দিনেই রাজধানীর কিছু এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। তাই বাইরে বের হওয়ার আগে আজ রোববার (২৯ ডিসেম্বর) কোন এলাকাগুলো বন্ধ রয়েছে, তা জেনে নিন।
আজ বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
১. আগারগাঁও, তালতলা ও শেরেবাংলা নগর
২. মিরপুর অঞ্চলের বিভিন্ন এলাকা:
- শেওড়াপাড়া
- কাজীপাড়া
- পল্লবী
- মিরপুর-১০, ১১, ১২, ১৩, ১৪
৩. ইব্রাহিমপুর ও কাফরুল
৪. মহাখালী ও তেজগাঁও এলাকা: - মহাখালী, নিউ ডিওএইচএস ও ওল্ড ডিওএইচএস
- কাকলী
- তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া
৫. গুলশান ও বনানী অঞ্চল: - গুলশান-১ ও ২
- বনানী ও মহাখালী কমার্শিয়াল এরিয়া
৬. খিলগাঁও, রামপুরা ও আশপাশের এলাকা: - রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান
- মালিবাগের একাংশ
৭. যাত্রাবাড়ী ও আশপাশের এলাকা: - বাসাবো, ধলপুর, মাদারটেক
- মুগদা, কমলাপুরের একাংশ
- যাত্রাবাড়ী, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়
আজ বন্ধ থাকবে যেসব মার্কেট ও শপিং মল
১. বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি)
২. পল্লবী সুপার মার্কেট এবং মিরপুর বেনারসী পল্লী
3. ইব্রাহিমপুর বাজার ও রজনীগন্ধা মার্কেট
4. গুলশান অঞ্চলের মার্কেট:
- ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২)
- গুলশান পিংক সিটি
- বনানী সুপার মার্কেট ও ইউএই মৈত্রী কমপ্লেক্স
- খিলগাঁও, রামপুরা ও আশপাশের মার্কেট:
- রামপুরা সুপার মার্কেট
- মালিবাগ সুপার মার্কেট
- তালতলা সিটি কর্পোরেশন মার্কেট
- যাত্রাবাড়ী ও মুগদা অঞ্চলের মার্কেট:
- কমলাপুর স্টেডিয়াম মার্কেট
- গোরান বাজার
- বিভিন্ন অন্যান্য মার্কেট:
- আল-আমিন সুপার মার্কেট
- আবেদিন টাওয়ার
- ঢাকা শপিং সেন্টার
- আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স
- মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট
উপসংহার:
জরুরি কাজ বা কেনাকাটার জন্য বাইরে বের হওয়ার আগে জেনে নিন এই তালিকা। এতে সময় এবং বিড়ম্বনা এড়িয়ে কাজ সহজ হবে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।