মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পলানপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি কলনীর ৯ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। রবিবার রাতে উপজেলার চান্দরা পলানপাড়া এলাকায় ফরহাদ মন্ডলের একটি কলনীতে ৯ টি কক্ষ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।ততক্ষণে ওই কলনীর ৯ টি কক্ষ মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়।কক্ষের ভিতরে থাকা ফ্রিজ,টিভি,আলমারি, নগত টাকাসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়,তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে । ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।