মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক, সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ভেতরে থাকা দুইজন যাত্রী মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে দু’জন। নিহত দুই ব্যক্তির নাম- সজীব ও শাহিনকে শনাক্ত করেছে পুলিশ। তবে আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
রোববার সকালে ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বেতারকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিলো। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি-সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মৃত্যু হয়। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। গুরুতর আহত হন আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এলাকাবাসী ।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, এ ঘটনায় ২ জন ঘটনাস্থলে মৃত্যু হয়। আরও দুজনকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা বর্তমানে ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে। তবে ট্রাকটিকে জব্দ করা গেলেও ঘাতক চালক পালিয়ে গেছেন।