etcnews
ঢাকাSunday , 11 June 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মৃত-২ আহত-২

etcnews
June 11, 2023 9:22 am
Link Copied!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক, সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ভেতরে থাকা দুইজন যাত্রী মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে দু’জন। নিহত দুই ব্যক্তির নাম- সজীব ও শাহিনকে শনাক্ত করেছে পুলিশ। তবে আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
রোববার সকালে ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বেতারকেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিলো। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি-সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মৃত্যু হয়। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। গুরুতর আহত হন আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এলাকাবাসী ।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, এ ঘটনায় ২ জন ঘটনাস্থলে মৃত্যু হয়। আরও দুজনকে আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা বর্তমানে ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে। তবে ট্রাকটিকে জব্দ করা গেলেও ঘাতক চালক পালিয়ে গেছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।