মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরে কালিয়াকৈরে বাংলদেশ স্কাউটসের ২৬তম জাতীয় মাল্টিপারপাস ওয়ার্কশপ শুরু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে ৩দিন ব্যাপী আয়োজিত ওয়ার্কশপ উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দূর্নীতি দমন কমিশনের কমিশনার(অনুসন্ধান) ডঃ মোজাম্মেল হক খান।
জাতীয় কমিশনার (সংগঠন)ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল( বেজা) চেয়ারম্যান ইউসুফ হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনা(সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) কাজী নাজমুল হক। ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য।
বাংলাদেশ স্কাউটসের ২০২৩-২০২৪অর্থবছরের পরিকল্পনা চুড়ান্ত করা হবে এবং ২০২২-২০২৩ অর্থবছরের পরিকল্পনার মূল্যায়ন করা হবে।ওয়ার্কশপে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতর থেকে অঞ্চল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ১৭০জন স্কাউট কর্মকর্তা যোগদান করছে।