etcnews
ঢাকাThursday , 8 June 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আদালত থেকে জামিন পেলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার

etcnews
June 8, 2023 1:41 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: আদালত থেকে জামিন পেলেন আদিবাসী রাখাইন সুইচিং মং হত্যা মামলা প্রত্যাহারে বাদীকে চাপ প্রয়োগসহ হুমকী প্রদানকারী কুয়াকাটা পৌরসভার মেয়র মো: আনোয়ার হোসেন হাওলাদার। বৃহস্পতিবার (৮জুন) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়’র আদালতে সে¦চ্ছায় আত্মসমর্পন করে তিঁনি এ জামিন লাভ করেন। আদালত শুনানী শেষে মেয়রের জামিন আবেদন মঞ্জুর করে মামলাটি বিচারের জন্য নিজ বিচার ফাইলে বদলী করে অভিযোগ গঠনের দিন ধার্য করেন। তথ্য-আদালত সূত্র

সূত্রটি আরও জানায়, গত ১৭ ফেব্রæয়ারী ২০২২ আদিবাসী চুচিং মং তার ছোট ভাই সুইচিং মং হত্যার ঘটনায় কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মঞ্জু, হাসানসহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে (সিআর-১৯১/২০২২) একটি হত্যা মামলা দায়ের করেন। যা আদালত ২৭ ফেব্রæয়ারী ২০২২ জেলা প্রধান সিআইডিকে অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলা দায়েরের পর কুয়াকাটা পৌরসভার মেয়র মামলা প্রত্যাহারে বাদীকে চাপ প্রয়োগসহ হুমকী প্রদান করেন। এ ঘটনায় বাদী চুচিং মং তার নিরাপত্তা হীনতায় ৩ মার্চ ২০২২ মেয়রের বিরুদ্ধে কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (সিআর-২৫০/২০২২) মামলা দায়ের করেন। আদালত সিআইডি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকীকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। এরপর তদন্তে হত্যা মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগসহ হুমকী প্রদানের সত্যতা উঠে আসায় আদালত কুয়াকাটা মেয়রের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
এদিকে কুয়াকাটার আলোচিত সুইচিং মং হত্যার ঘটনা সিআইডির দীর্ঘ তদন্তে সত্যতা উঠে আসায় আদালত মহিপুর থানার ওসিকে হত্যার ঘটনায় এজাহার গ্রহনের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী মঞ্জুকে গ্রেফতার করে আদালতে রিমান্ড আবেদন করার পর আদালত ৭ জুন ২০২৩ আসামীর ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।