etcnews
ঢাকাThursday , 8 June 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

etcnews
June 8, 2023 1:15 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) বিকেল ৪ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমিদপুর ইসলামীয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ দিবস অনুষ্ঠিত হয়। স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (ঝঅঈচ) এর অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের বীজ প্রযুক্তি বিভাগ, পটুয়াখালীর সরেজমিন গবষেণা বিভাগ ও ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসিপি প্রকল্প’র বারি অঙ্গের কম্পোনেট কো-অরডিনেটর ড. পরিমল চন্দ্র সরকার। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালীর সরেজমিন গবষেণা বিভাগ বারি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গাজিপুর বিভাগের এফএমপিই ডিভিশন বারি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সুমন মিয়া ও বিজ্ঞান প্রযুক্তি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাদেকুর রহমান। এসয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারিবৃন্দসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্মে মেশিনারী এন্ড পোষ্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ার বিভাগ হতে বারি উদ্ভাবিত তৈল ভাঙ্গানোর মেশিন দিয়ে সরিষা, তিল ও সূর্যমূখী ভাঙ্গানো যায়। সরিষা হতে তৈল রিকোভারি ৩৫-৩৭%, তিল হতে ৪০-৪২% এবং সূর্যমূখী হতে ৩২-৩৫% তেল পাওয়া যায়। এ মেশিন দিয়ে ১ ঘন্টায় ২০-২৫ কেজি সরিষা ও তিল ইত্যাদি ভাঙ্গানো সম্ভব। গাড়িসহ এর একটি মেশিনের দাম ১ লক্ষ ৪০ হাজার টাকা। এসএসিপি প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকায় এ মেশিনের উপর মাঠ দিবস করে কৃষকদের উদ্ভুদ্ধ করা হচ্ছে। তাই কৃষকদের মাঝে এ মেশিনের প্রতি খুব আগ্রহ সৃষ্টি হয়েছে। তবে, উপস্থিত কৃষকরা ৭০% ভর্তুকিতে এ মেশিনগুলো দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।