রাসেল মোল্লা, কলাপাড়া: প্রায় দুই সপ্তাহের বেশি সময় তাপমাত্রা চরমে থাকার পর শান্তির আভাস কলাপাড়া কুয়াকাটা সহ দেশের কয়েক জেলার মানুষ। বৃহস্পতিবার সকালে কলাপাড়া কুয়াকাটা সহ বরিশালের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। এছাড়া গতকাল রাতেও পটুয়াখালীর জেলার সব উপজেলায় বৃষ্টিপাত হয়েছে। তবে কোথাও পাঁচ মিনিট, কোথাও আধঘণ্টা। আপাতত এতেই সন্তুষ্ট মানুষ। কারণ, এ বৃষ্টিতেই কিছুটা পরম শান্তির আভাস পেয়েছে মানুষ। গতকাল দুপুরের পরই বরিশাল বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকে। যদিও তাপমাত্রা খুব বেশি কমেনি।
এদিকে, চলমান দাবদাহের মধ্যে আজ বৃহস্পতিবার দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কথাহয় কলাপাড়া পৌর শহরের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর হোসেন, আকতার কামাল, মিতা ও ছোয়ার সাথে তারা বলেন, গত কয়দিন ধরে অস্বাভাবিক তাপমাত্রা ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সামরিক বন্ধ হওয়ার কারণে কলাপাড়ায় লোডশেডিংনের ভোগান্তিতে ছিলাম। বিদ্যুৎ আসে আর যায় গরমে ছিলাম আমরা নাকাল তাই মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি পেলাম।
এদিকে স্বস্তির বৃষ্টিতে কলাপাড়া পৌরসহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের বৃষ্টিতে ভিজতে দেখা গেছে সকাল থেকে । তবে তাপদহ বেশির কারণে গত তিন দিন ধরে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে এবং আজ এক দিনের জন্য মাধ্যমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে বৃষ্টির জন্য খুশিতে আত্মহারা কলাপাড়া উপজেলার মানুষ।