মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছানোয়ার হোসেন(৮৩)ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি চাপাইর ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
মঙ্গলবার(০৬জুন) সকালে কালিয়াকৈর সিকদার মেডিকেল হাসপাতালের সামনে হার্ডস্টোক করেন। পরে ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে নিলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছানোয়ার হোসেন সকালে তিনি উপজেলার মেদী আশুলাই গ্রামের নিজ বাড়ি থেকে দ্বিতীয় ছেলে রফিকুল ইসলামের সাথে মির্জাপুর আত্মীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যান তিনি। কালিয়াকৈর বাইপাস সিকদার মেডিকেল এলাকায় পৌছালে হঠাৎ মাটি লুঠে পরেন। পরে তাকে সিকদার মেডিকেল হাসপাতাল নেন। চিকিৎসার অবনতি হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পৌছালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী,পাঁচ ছেলে ও চার মেয়ে সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
উপজেলার চাপাইর ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছানোয়ার হোসেনকে সাড়ে পাঁচটায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মুন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার কামাল উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারন রেজাউল করিম রাসেল,কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, ও স্থানীয় চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু গভীর শোক প্রকাশ করেছেন।