কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ওয়াস কঞ্জুমার গ্রুপ এর সাথে ওয়াস উদ্যোক্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে। হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর সহযোগিতায় কলাপাড়া ওয়াস কঞ্জুমার গ্রুপ এর আয়োজনে বুধবার বিকেলে কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি লোকদের ওয়াস সম্পর্কে মতামতের উপর ভিত্তি করে ওয়াস কঞ্জুমার গ্রুপের সুপারিশ সংক্রান্ত এ সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৭,৮,৯) উম্মে তামিমা বিথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার কঞ্জারভেন্সী অফিসার মো: নুরুল হক। সভা পরিচালনা করেন ওয়াস কঞ্জুমার গ্রুপ এর সভাপতি মরিয়ম বেগম পাখি। উদ্যোক্তা ও কনজুমার সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুমন শিকদার , বিউটি বেগম, সিকতা রায়, লাইজু আক্তার, সালমা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর বরগুনা ও কলাপাড়ার টাউন কো-অর্ডিনেটর মো. শরিফুল ইসলাম খান ও মার্কেট ভেলপমেন্ট অফিসার-হোপ ফর দি পুওরেষ্ট কলাপাড়া শাখার মোঃ জান্নাতুল নাঈম। সভায় ওয়াস কঞ্জুমার গ্রুপ সদস্যরা ওয়াস পণ্য গুনগত মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করা, কঞ্জুমার গ্রুপ কতৃক উদ্যেক্তার দোকান পরিদর্শন সংক্রান্ত বিষয়ে শেয়ার করা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র দের অগ্রাধিকার ভিত্তিতে পণ্য সরবরাহ করা, ওয়াস কঞ্জুমার গ্রুপ ও ওয়াস উদ্যেক্তাদের সাথে নিয়মিত সমন্বয় সাধন করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।