কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এর আয়োজন করেন। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল রোলার স্কেটিং প্রশিক্ষন আয়োজক কমিটি’র সদস্য সচিব আসরাফুল আলম মাসুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারন সম্পাদক আহমেদ আসিফুল হাসান, মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস.এম.সি সভাপতি ড.শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির আলম ও অভিভাবক সদস্য এস. কে রঞ্জন উপস্থিত ছিলেন। এসময় স্কেটিং প্রশিক্ষনের প্রশিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর-আন তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহসুজা উদ্দিন।