কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ কৃষকলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষকলীগের নবগঠিত এ উপজেলা কমিটির সভাপতি হলেন কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সম্পাদক ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো: আনোয়ার হোসাইন, সম্পাদক এস এম মুর্তাল্লা সৌরভ। এছাড়া নতুন এ কমিটির সিনিয়র সহ-সভাপতি নোটারি পাবলিক অ্যাডভোকেট রাকিবুল আহসান আল মামুন, অ্যাডভোকেট আবদুর রব। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট বিনয় ভূষন রায় এবং সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মস্তফা। যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন আইনজীবী সহকারী মো: জামাল হোসেন আফজাল।
এর আগে ২১ মে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি এ কমিটিতে স্বাক্ষর করেন। এরপর ২৩ মে পটুয়াখালী জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী আলী হোসেন এবং সম্পাদক সরদার সোহরাব হোসেন বাংলাদেশ কৃষকলীগের ৭১ সদস্য বিশিষ্ট কলাপাড়া উপজেলা কমিটির অনুমোদন দেন।
এদিকে নবগঠিত কৃষকলীগের উপজেলা কমিটিতে চৌকি আদালত আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মো: আনোয়ার হোসাইন কে সভাপতি ও চৌকি আদালতে প্রাকটিসরত একাধিক আইনজীবীকে কমিটির গুরুত্বপূর্ন পদে নির্বাচিত করায় দেশ রতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলাপাড়ার জ্যেষ্ঠ আইনজীবী নেতৃবৃন্দ। এছাড়া নবগঠিত কৃষকলীগের সভাপতি, সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: সাইদুর রহমান, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো: হুমায়ুন কবির।