ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারের পশ্চিম পাড়ে, কৈখালী-বানাই, কৈখালী-আমুয়া, কৈখালী পশ্চিম চেঁচরী ও কৈখালী-কাঠালিয়া সদরের, অটো স্টান্ড দখল করে, এবং পল্লি বিদ্যাুতের তারের নিচে ভবনটি নির্মান করিতেছে এলাকার প্রভাবশালী মন্টু মিয়া, এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনইচ্ছুক অটো ড্রাইভাররা।
সরেজমিনের দেখাজায়, রাস্তার বিত্ত স্থাপন ভেঙ্গে, এবং অটো স্টান্ড দখল করে, কারেন্টের তারের নিচে ভবনটি নির্মাণ করা হচ্ছে, এতে যে কোন সময় এখানে ঘটতে পারে অনাকাঙ্খিত দুর্ঘটনা, এটি হচ্ছে একটি চৌমহনা, এই স্থানে বিভিন্ন দিক থেকে গাড়ি আসে, এখান থেকে কোন গাড়ি পাস করতে পারেনা, গাড়ির মোড় ঘুরানো যাচ্ছে না। এই বিল্ডিংটা থাকলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি তিনি ফুটপাতের জায়গাও রাখেনি । এ বিষয়ে নির্মাণকৃত ভবনের মালিক মন্টু মিয়া জানান, আমার জমিতে আমি ভবন নির্মাণ করি কার কাছে জিজ্ঞেস করবো।
এ বিষয়ে চেঁচরীরামপূর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর রশিদ জানান, বিষয়টি আমি জানিনা, তবে খোঁজখবর নিয়ে দেখব।
এ বিষয়ে কাঠালিয়া পল্লী বিদ্যুৎ প্রকৌশলী শামীমুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের তারের নিচে কোন রকমের নতুন স্থাপনা করার আইনি বৈধতা নেই, কেউ যদি বিদ্যুতের তারের নিচে স্থাপনা করে তাহলে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা প্রকৌশলী দিপু অধিকারী জানান, এলজিইডি সড়কের ফুটপাত দখল করে স্থাপনা করতে পারবে না।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান জানান, বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।