মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ অন্যন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার বিকালে উপজেলার সফিপুর দলীয় কার্যালয় থেকে ঢাকা টাঙ্গাইল রোডে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি সফিপুর-ঢাকা-টাংঙ্গাইল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আলহাজ্ব আ ক ম মোজাম্মেল হক এমপি।জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মুরাদ কবির,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রাসেল,পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তুষার,জেলা শ্রমিকের সাধারন সম্পাদক মফিজুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল সরকার, পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।