etcnews
ঢাকাMonday , 22 May 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত অবৈধ ৬ টি করাত কলকে ২৭ হাজার টাকা জরিমানা

etcnews
May 22, 2023 11:45 am
Link Copied!

মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর কালিয়াকৈর উপজেলা জেলার জালশুকা,গোসাত্রা,চান্দাবহ এলাকায় অবৈধ ৬ টি করাত কলতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন। রবিবার বিকেলে অবৈদ ৬টি করাত কলকে ২৭ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

কালিয়াকৈর রেঞ্জেরে বন বিভাগ সূত্রে জানা যায় বাড়ইপাড়া বিট অফিসের আওতাধীন উপজেলার জালশুকা, গোসাত্রা, চান্দাবহ এলাকায় রাজ্জাক, মারুফ, হালিম,রফিক,ফয়সাল,আয়েশা সমিল ব্যবসায়ীরা দীর্ঘ দিন অবৈধ করাত কল দিয়ে কাঠ চেরাই করে বিক্রি করে আসছিল। বিষয়টি ঢাকা বিভাগীয় ঊর্ধ্বতন বন কর্মকর্তার নজরে আসলে রবিবার বিকেলে ৬টি অবৈধ করাত কলকে ২৭ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, চন্দ্রা বিট কর্মকর্তা নুর মোহাম্মদ, বাড়ইপাড়া বিট কর্মকর্তা শরিফুর রহমান খান চৌধুরী সহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা । কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ছয়টি করাত কলকে জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।