কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ কলাপাড়া উপজেলা শাখা’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মে) দুপুরে শেখ রাসেল অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিববুর রহমান মহিব এমপি। কর্মী সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. তানভীর হাসান আরিফ বক্তব্য রাখেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান হিরন ও সাধারন সম্পাদক অমি গাজী। এছাড়া পটুয়াখালী জেলা ছাত্রলীগ, কলাপাড়া উপজেলা, পৌর ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রলীগ এবং উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন ইলিক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলন শেষে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সকল শাখা’র কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটি’র জন্য পদ প্রত্যাশীদের আগামী তিনদিনের মধ্যে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের অফিসে স্ব-স্ব জীবন বৃত্তান্ত জমা দিতে বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফয়জুল ইসলাম আশিক তালুকদার।