মো. দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌর কৃষক লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রা আওয়ামী লীগের দলীয় কার্যালয় পৌর কৃষক লীগের কর্মীসভায় শনিবার দুপুরে পৌর ৮ নং ওয়ার্ডের সভাপতি রুবেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় সভাপতিত্ব করেন পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সরদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। কর্মী সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, উপজেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,বাবু, হারেজ, বাচ্চু মিয়া, উপজেলা কৃষকলীগের প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক ও পৌর কৃষকলীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।