কেপিসি নিউজ ডেস্ক: বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকেল ৩ টায় ঢাকার কচুক্ষেত সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক আলী, বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন আকন্দ, সহ-সভাপতি হামিদা ইসলাম, জামিল আহম্মেদ রাজু, আবু ইউসুফ, খন্দকার আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, শাওন, রিপন লোহানী, মোঃ কামাল হোসেন, আইন সম্পাদক সৈয়দ শহিদুল ইসলাম সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক আলী বলেন, তোমরা মুক্তিযোদ্ধার সন্তান, তোমাদেরকে দায়িত্ব নিতে হবে ৭১ এ আমরা যেমন দায়িত্ব নিয়েছিলাম। মনে রাখতে হবে এখনও রাজাকারের বাচ্চারা ঘাপটি মেরে বসে আছে, তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে।