কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার পিচ কলেরা স্যালাইন ও ৮ হাজার ৪৩৩ পিচ খাবার স্যালাইন হস্তান্তর করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান মহিব এমপি হাসপাতাল মিলনায়তনে উপস্থিত থেকে এ স্যালাইন আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদারের হাতে তুলে দেন। শাহ্জালাল ইসলামি ব্যাংক এ সহায়তা প্রদান করেন। এর ফলে স্যালাইন সঙ্কট নিরসন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক জেলা পরিষদ সদস্য এস এম মোশাররফ হোসেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, ডাক্তার জে.এইচ খান লেলীনসহ চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।