কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শেখ কামাল সেতুর নিচে জায়গা দখলের হিড়িক পড়েছে। হাসপাতাল গেট থেকে ফেরিঘাট পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে ঘড় তোলার অভিযোগ পাওয়া গেছে। এসব ঘরগুলোতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হচ্ছে। মূলত স্থানীয় একশ্রেনীর প্রভাবশালীদের ছত্রছায়ায় একের পর এক ঘড় নির্মাণের প্রতিযোগীতা চলছে। শুধু তাই নয় শেখ কামাল সেতুর তলদেশে চলছে অবৈধ রেন্ট-এ-কার এর পার্কিং। দেখে মনে হয় এখানে গাড়ি বেচা-কেনার হাট বসেছে। এসব অবৈধ দোকান ঘড় ও গাড়ি পার্কিংয়ের কারনে ক্রমেই সড়ক সংকুচিত হয়ে পড়ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনদের। তবে, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন দেখেও না দেখার ভান করছে।
সরেজমিনে দেখা গেছে, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেখ কামাল সেতুর তলদেশের দু-পাশে একাধিক অবৈধ ঘর তোলা হয়েছে। হাসপাতাল গেট থেকে ফেরিঘাট পর্যন্ত একই চিত্র দেখতে পাওয়া যায়। অথচ কয়েক বছর আগে ভয়াবহ এক অগ্নি কান্ডে ব্যাপক ক্ষতি হয় এ সেতুর। সেসময় সকল ধরনের দোকান-পাট সড়িয়ে নেয় সংশ্লিষ্ট প্রশাসন। কিন্তু আবার সেখানে অবৈধ ঘর তোলার প্রতিযোগীতায় নেমেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। কেহ নিজে খুলে বসেছে ব্যবসা প্রতিষ্ঠান আবার কেহ তুলে তা ভাড়া দিচ্ছে অন্য ব্যবসায়ীর কাছে। এছাড়াও রয়েছে রেন্ট-এ-কার ও প্রাইভেট এ্যাম্বুলেন্সের অবৈধ পার্কিং। এতে সড়ক সংকুচিত হয়ে রোগী ও স্বজনদের যাতায়তে অসুবিধার সৃষ্টি হচ্ছে।
নীলগঞ্জ থেকে আগত নাইমুর রহমান রনি নামের এক রোগীর স্বজন বলেন, রাস্তার দু-পাশে অবৈধ দোকানপাট ও গাড়ি পার্কিং থাকায় আমাদের যাতায়তে খুব অসুবিধা হচ্ছে। অনেক সময় জরুরী রোগী নিয়ে হাসপাতালে ঢুকতে গেটের সামনে কৃত্রিম জ্যাম-ঝটের মধ্যে পড়তে হয়।
স্থানীয় ঔষধ ব্যবসায় ও কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র সাধারন সম্পাদক মো. জসিম গাজী বলেন, প্রতিনিয়ত এখানে অবৈধভাবে ঘর তোলা হচ্ছে। এছাড়া রেন্ট-এ-কার এর অবৈধ পার্কিংয়ের জন্য বিপাকে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের। এগুলো এখান থেকে অপসারন করে গাড়ি পার্কিয়ের একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তিনি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন বলেন, সেতুর নিচে জায়গা দখল করে অবৈধ দোকান ঘড় তোলার ও গাড়ি পার্কিংয়ের কোন সুযোগ নেই। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।