কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ১৭ মে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বুধবার আছর নামাজের পরে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মোনাজাত করা হয়। এসময় কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ সাধারণ সম্পাদক আ: সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. জসিম গাজী, আমিনুল ইসলাম, জুয়েল মোল্লা, কলাপাড়া রিপোটাস ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, পৌর কৃষক লীগের সভাপতি দোলন ঢালী উপস্থিত ছিলেন। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরাসহ মসজিদের মুসল্লী ও অন্যান্য সংগঠনের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব দোয়া মোনাজাত পরিচালনা করেন।।