হাবিবুর রহমান শিমুল বিশ্বাস, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (১৫ মে) সন্ধ্যার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুরে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রীর নাম লামিয়া খাতুন (১৩)। সে সেন্ট রীর্টাস উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী ও বাহাদুরপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।
এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে সবার অগচরে নিজ ঘরের আড়ার সাথে রশি পেচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে না পেয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দীন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে প্রেরন করা হবে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।