মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আইছ মার্কেট এলাকায় মোঙ্গলবার সকালে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত্যু ব্যক্তিরা হলেন,জামালপুর জেলার ইসলামপুর থানার পাঁচ বাড়িয়া গ্রামের রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন(১৯) একই উপজেলার খয়েরদির চর এলাকার হেলাল শেখের ছেলো জসিম হোসেন মনির (২০)।
মৃত দুই যুবক কালিয়াকৈর উপজেলার আইছ মার্কেট এলাকায় মহির উদ্দিনের বাসার ভারাটি স্থানীয় সিলভিয়া ফোর্থ গিয়ার নামক জুতা তৈরির কারখানার শ্রমিক ছিলেন।
আত্বয়ী স্বজন পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে মৃত রিয়াদ ও জসিম হোসেন মনির বাসা থেকে বের হয়, অনেক খোজা খুজি করে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না।আজ মোঙ্গলবার সকালে আইছ মার্কেট জেনিস নামক একটি জুতা তৈরির কারখানার সামনে পরিতক্ত পামওয়েল বাগানে গাছের সাথে রশি গলায় ঝুলন্ত অবস্থায় দেখা পায়।এলাকাবাসী পুলিশের খবর দেয়, খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ীর সদস্যরা ঘটনা স্থলে গিয়ে মৃত দুই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
মৌচাক পুলিশ ফাঁড়ীর( ওসি) শহিদুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।