দারুল ইহসান ট্রাস্টের উদ্যোগে কলাপাড়ায় ৩ নারীকে তাদের প্রত্যেকের ৫ সন্তানকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার কারণে রত্নাগর্ভা সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার দিনভর ট্রাস্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী পালন, ১০ জন গুণিমানুষকে সংবর্ধনা, ৭ম বার্ষিক সাধারণসভা, ৩ বছরের জন্য নবগঠিত কমিটি গঠন, দারুল ইহসান স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও ২০জন দাতা সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
মনিবুর রহমান খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, প্রত্নতত্ত বিভাগের শিক্ষক মুতাসিম বিল্লাহ। রত্নাগর্ভা হিসেবে মোসাম্মৎ রোকেয়া বেগম, মোসাঃ ছালমা বেগম ও মোসাঃ সুফিয়া বেগমকে সংবর্ধন দেওয়া হয় । গুণিজন হিসেবে সংবর্ধনা প্রাপ্তরা হলেন, পীর শাহ বশির উদ্দিন (মরনোত্তর), হাজী হোসাইন উদ্দিন সিকদার (মরনোত্তার), আলহাজ্ব মুন্সি আহমদ আলী (মরনোত্তর), আব্দুল করিম মুছুল্লি (মরনোত্তর), দানবীর মোজাহার উদ্দিন বিশ্বাস (মরনোত্তর), মাওলানা এ.বি.এম সাইদুর রহমান (মরনোত্তর), নুরজাহান বেগম (মরনোত্তর), আলহাজ্ব আবদুল হাই মিয়া (মরনোত্তর), মু. ফয়জর আলী মিয়া (মরনোত্তর) ও গাজী কামাল হোসেন।
ইতোমধ্যে দারুল ইহসান ট্রাস্টের উদ্যোগে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে। আরও পরিকল্পনা রয়েছে অ্যাম্বুলেন্স চালু করা, গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা, সাংস্কৃতিক সংসদ প্রতিষ্ঠা, গরীব ও দুস্থদের জন্য দাতব্য চিকিৎসালয়, শিশু সদন ও মাতৃসদন প্রতিষ্ঠা করা। নারী শিক্ষা উন্নয়নে নানামূখী উদ্যোগ গ্রহণ। বেকার জনশক্তিকে পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন অর্থনৈতিক প্রকল্প প্রতিষ্ঠা করা। গরীব ও মেধাবী ছাত্রদের জন্য বৃত্তিপ্রদান ও লিল্লাহ বোডিং প্রতিষ্ঠা করা।