etcnews
ঢাকাMonday , 15 May 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

সমলয় পদ্ধতিতে ধান কর্তন ও মাঠ দিবস পালিত

Link Copied!

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সমলয় পদ্ধতিতে চাষাচাদ করা কম্বাইন হার্ভেস্টার মেশিনে বোরো ধান কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে।

গত শুক্রবার (১২ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জয়খালী ব্লকে আনইলবুনিয়া সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ তানজিলা আহমেদ, কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবীদ মো.ইব্রাহিম, থানা অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাহামুদুল হক নাহিদ।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো.মাহাবুবুর রহমান, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার মো.জামাল হোসেন, উপসহকারি কৃষি অফিসার মো.আসাদুজ্জামান খোকন, মো.হাসিবুর রহমান, মো.জাহিদুল ইসলাম বশির ও কৃষক মজিবুর রহমান মধু প্রমূখ।

যন্ত্রদিয়ে দ্রুত সময়ে অধিক জমির ধান কর্তন এবং আর্থিক সাশ্রয় দেখে কৃষকরা এতে আগ্রহী হচ্ছেন।

মেশিনে কর্তন-মাড়াই ও ঝারাই খরচ হয় একর প্রতি ৪ হাজার ৫শতট টাকা। প্রচলিত পদ্ধতিতে খরচ হয় ৮ থেকে ৯ হাজার টাকা।
এছাড়া ১ একর জমির ধান কাটতে মেশিনে সময় লাগে ৩০ মিনিট। সেখানে হাত দিয়ে কাটলে ১২ জন শ্রমিকের সময় লাগে একদিন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।