ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন কচুয়া বটতলা সাতঘড়ের মোঃ বজলু হাওলাদার ও তার স্ত্রী তাজনেহার বেগম এর বিরুদ্ধে একই বাড়ির মৃতঃ ফজলু স্ত্রী মোর্শেদা বেগম এর ঘড়ে ইট পাটকেল ও রড দিয়ে পিটানোর অভিযোগ উঠেছে।
অভিযোগকারী মোর্শেদা বলেন, বজলু আমার স্বামীকে মামলা, হামলা দিয়ে শেষ করছে। ১২ তারিখ শুক্রবার সকালে আমি আমার ঘরের লগে ওডার উপরে পানি পড়ে তাই ওডায় পলি দিয়ে ঢাকতে গেছিলাম। ওইখানে বসে মাইরধর শুরু করে আমাকে, আমার ঘরের বেড়া দা দিয়ে কুপায় ও আমার ঘড়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এই ঘটনার অনেক আগে জায়গা জমির বিষয় নিয়ে আমি ঝালকাঠি পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছিলাম। তারপর থানা থেকে শালিশির কথা বলা হয়। সেটা নিয়ে আর কোন কিছু হয় নাই। চেয়ারম্যানের কাছে অভিযোগ দিছি, সাংবাদিক নাসির হাওলাদার, সাংবাদিক মোশারফ তাদের কাছে মৌখিক অভিযোগ দেয়া হয়েছে। তারা বলছে ওই মহিলা ভালো না আমরা ওই মহিলার কাছে যাব না। কিছুদিন আগে আমার একটা বাটি চুরি করে নিয়েছে।
মৃতঃ শোনামুদ্দিন এর স্ত্রী এলাচি বেগম বলেন, এই দুই পক্ষ আমার ছেলে ও তার স্ত্রী আমার ছেলের বউ মোর্শেদা যা বলছে সব সত্য আমিও এর বিচার চাই।
মোঃ মোস্তফার স্ত্রী আসমা বেগম বলেন, এ বিষয়ে আমি মোর্শেদার সাথে একমত কেন মারল তার বিচার চাই।
অভিযুক্ত বজলু ও তার স্ত্রী তাজনেয়ার বেগম বলেন, আমি সাংবাদিকদের সাক্ষাতকার দিতে রাজিনা। এই অভিযোগ গুলো সরাসরি সে অস্বীকার করে।