অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ ১৪ মে রবিবার বিকেলে পাঁচবিবি উপজেলা খাদ্য বিভাগ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে এ সংগ্রহ অভিযানের সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোঃ মারুফ আফজাল রাজন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড: সামছুল আলম দুদু। অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল,সাধারণ সম্পাদক ও কুসুম্বা চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল,প্যানেল মেয়র মোশাইদ আল-আমিন সাদ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, শরিফুল ইসলাম বাবু,আইয়ুব আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সিরাজুল ইসলাম সরকার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। ৪০ টাকা কেজি দরে চাল ৮৭০১১ মে,ট্রিন টন ও ধান ১৫ ৪২ মেট্রিক টন,৩০ টাকা কেজি দরে ধান ১৫শ ৪২ মেট্রিক টন ও গম ৩৫ টাকা কেজি দরে ৩৮৮ মেট্রিক টন সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করা হবে।