পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে এক পরিবারের দুই সহোদর ভাইয়ের তিন শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জিয়া কলোনীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃতরা হলেন, স্থানীয় সোহেল ফকিরের মেয়ে শারমিন (৬), ছেলে রুমান (৮) ও রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮)।
মৃতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত তিন শিশু উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনীতে তাদের দাদীর কাছে থাকতো। তারা স্থানীয় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো। ঘটনার সময় তারা তিন ভাই-বোন ওই বিদ্যালয়ের পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিলো। খেলার কোন এক সময়ে ছোট মেয়ে শারমিন পানিতে পড়ে যায়। অপর দুই শিশু তাকে উদ্ধারের চেষ্টা করলে তারাও পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয় এক লোক শিশু শারমিনকে পানিতে ভাসতে দেখে ডাক চিৎকার দেয়। পরে পুকুর হতে ডুবন্ত অবস্থায় অপর দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। এক পরিবারের তিন শিশুর মৃতের ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাচ্চারা খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা গিয়েছে।