মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর পাঁচলক্ষী দারুল উমূল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিক হোসেনের আত্মার মাগফরাতে জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে (৪ জুন) কালামপুর পাঁচলক্ষী দারুল উমূল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিক হোসেনের আত্মার মাগফিরাতের জন্য অত্র মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতিত্ব করেন পাঁচলক্ষী মাদ্রাসা ও এতিমখানার সভাপতি রুস্তম আলী, অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন কালিয়াকৈর ওলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হক, পাঁচলক্ষী মাদ্রাসা ও এতিমখানার মহাতমিন দেলোয়ার হোসাইন, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম , কালামপুর দক্ষিন পাড়া বাইতুল মামুর মাদ্রাসার খতিব মুফতি শফিউদ্দিন, সমাজসেবক সিরাজুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আলম সরকার, রফিকুল ইসলাম, মনসুর আলীসহ মাদ্রাসা শিক্ষক, ছাত্র, এলাকার মুরুব্বীগণ।