কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিউনিটিতে কমিউনিটি ভলান্টিয়ার হিসেবে ভূমিকা পালনে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি ( এসডিএ) ও গণ স্বাক্ষরতা অভিযানের আয়োজনে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের হলরুমে মালালা ফান্ডের আর্থিক সহযোগিতায় এ উদ্বুদ্ধ করন সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সাইদুর রহমান, ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষিকা মোসা. নাজমুন্নাহারসহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে এদেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। তাই শিক্ষার্থীদের সবার আগে স্বেচ্ছাসেবক হিসেবে দুর্যোগ সময় উদ্ধার কাজে হাত বাড়াতে হবে। পরে এসডিএ’র ফোকাল পারসন এ বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন। সভায় বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থী,ইমামও গন্যমান্যবর্গ উপস্থিত ছিলেন।