মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরে বাংলাদেশ স্কাউটঁসের উদ্যোগে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপন কৌশল কোর্স,ডিজিটাল ফটোগ্রাফী ও ভিডিওগ্রাফী কোর্স শুরু হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে ৫ দিনব্যাপী আয়োজিত কোস তিনটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দর্নীতি দমন কমিশনের কমিশনার(অনুসন্ধান) ডঃ মোজাম্মেল হক খান।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) ও জাতীয় রাজস্ব একাডেমীর মহাপরিচালক এমএম ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় উপ-কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) মীর মোহাম্মদ ফারুক, নির্বাহী পরিচালক(অ.দা.) উনু চিং, মিডিয়া ব্যক্তিত্ব সালাহ হুদ দীন আহমেদ বক্তব্য রাখেন।
কোর্স তিনটিতে সারাদেশের বিভিন্ন স্কুলের শিক্ষক ও কলেজ-বিশ^দ্যিালের শিক্ষার্থী ১০৯জন প্রশিক।নার্থী হিসেবে যেগদান করেন। কোর্সত্রয় আগামী ৬ জুল শেষ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্কাউটসের পরিচালক(জনংযোগ)এএইচএম শামসুল আযাদ।