etcnews
ঢাকাSaturday , 3 June 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

প্রতারক চক্রের হাতে ঠেলে দিলেন ইউপি সদস্য পনির হাওলাদার

etcnews
June 3, 2023 12:01 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উওর তালগাছিয়া(মুন্সিরাবাদ)গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুর রহমান হাওলাদার এর ছেলে এস এম আল মামুন হাওলাদারকে এক প্রতারক চক্রের হাতে ঠেলে দিলেন স্থানীয় ইউপি সদস্য পনির হাওলাদার।
এইচ এম আল মামুন বলেন,০১/০৬/২৩ তারিখ আনুমানিক ১১ঃ৩০ মিনিট সময় আমাকে আমাদের ইউপি সদস্য মোঃপনির হাওলাদার মুঠো ফোনে ফোন দিয়ে বলেন,আমার সাথে চলতি দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এর কথা বলে। এবং আমাকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের এর কথা বলে ০১৮৯১৬০১৬৭৮ এই নাম্বার দিয়ে কল দিতে বললেন। আমি তাহার কথা অনুযায়ী চলিত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারকে কল দিলে সে আমাকে জানায় যে,মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য বিশেষ অনুদান আছে। আমাকে তৎক্ষণিক ৬২,২০০টাকা নগদে মাধ্যমে সোনালী ব্যাংকের এজিএম এর ০১৯৫৯০৮৫৬২৯ এই মোবাইল নাম্বারে পাঠাতে হবে। আমি সোনালী ব্যাংকের এজিএম এর সাথে কথা বলে আমাদের উত্তর তালগাছিয়া (মুন্সিরাবাদ বাজারের) নগদের এজেন্ট মো মাসুদ মোল্লা এর এজেন্ট নাম্বার হইতে এজিএম এর মোবাইল নম্বরে ৩০,০০০ টাকা প্রেরণ করি পরবর্তীতে উক্ত নাম্বার একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করে না। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে কাঠালিয়া থানায় একটি অভিযোগ করি এবংআমি এর বিচার চাই।

স্থানীয় ইউপি সদস্য পনির হাওলাদার বলেন, আমাকে একটি নাম্বার থেকে ফোন দিয়ে বলে আমি উপজেলা নির্বাহী অফিসার বলছিলাম আপনার ওয়াডে মুক্তিযোদ্ধা আছে। আমি বলছি চারজন আছে তিনি বলেন, আমার এই নাম্বারে তাদেরকে যোগাযোগ করতে বলেন।তাই আমি মামুনসহ ৪জনকে ফোন দিয়ে নাম্বার দেই ও যোগাযোগ করতে বলি। এরপর কি হইছে আমি জানিনা।

কাঠালিয়া থানার (ওসি) মোঃশহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে একটি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।