মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া জামে মসজিদের ধান উত্তোলনকে কেন্দ্র করে দুগ্রুরোপের ৮ জন আহত হয়েছে। শুক্রবার (২ জুন) দুপুরে জুম্বার নামাজ আদায় শেষ করে মসজিদের উন্নয়নে বাৎসরিক ধান উত্তোলনকে কেন্দ্র করে সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও বর্তমান সভাপতি মজিবুর রহমান ঠান্ডুর সাথে কথা কাটাকাটি হয়।
মসজিদের উন্নয়ন কাজের জন্য প্রতিঘর বাৎসরিক ৫০ কেজি ধার নির্ধারণ করা হয়। কিন্তু সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান পঞ্চাশ কেজি ধানের পরিবর্তে ১০ কেজি ধান দিতে চায় এ নিয়ে দুগ্রুরোপের সংঘর্ষের ৮ জন আহত হয়।
এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় দুগ্রুরোপ কালিয়াকৈর থানায় দুইটি অভিযোগ দায়ের করেন।
উভয় গ্রুরুপের আহতরা হলেন- উপজেলার কান্দাপাড়া এলাকার বাহারউদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন, শামসুল হকের ছেলে নাহিদ, শুকুরের ছেলে আলহাজ্ব উদ্দিন,কদ্দুসের ছেলে ফারুক, মৃতঃ কামরুল ব্যাপারীর ছেলে হাজী জালাল উদ্দিন, আবুল হোসেনের ছেলে সৌরব হোসেন,হাজী জালাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান, গিয়াস উদ্দিনের ছেলে সিয়াম হোসেন।
কালিয়াকৈর থানার (উপ-পরিদর্শক) এস আই মোস্তফা কামাল আরিফ জানান উভয় পক্ষ অভিযোগ করেছেন। রোগীরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।