মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক পূর্বপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ টি বাড়ীর ২০ টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার রাতে (১ জুন) ফরিদুল হকের বাড়িতে আগুন লাগে,আগুন মুহূর্তের মধ্যে আশেপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় নজরুল ইসলামের, সিরাজুল ইসলাম, আমান উল্লাহর বাড়িসহ ৪ টি বাড়ীর ২০ টি আগুন পুড়ে ছাই হয়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথমে এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস খবর পেয়ে ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ততক্ষণে ফরদুল হকের ৬ টি কক্ষ নজরুল ইসলামের ৪ টি কক্ষ সিরাজুল ইসলামের ৪ টি কক্ষ আমান উল্লাহ ৬ টি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। কক্ষের ভিতরের থাকা ফ্রিজ, টিভি,স্বর্ণ অলংকার নগত টাকাসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।