মোঃ জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ৫শ’ পিস ইয়াবাসহ মোহাম্মদ মজিবুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুমকি থানা গেটের সামনে থেকে মাদক কারবারি মজিবুরকে গ্রেপ্তার করেন। স্থানীয় সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে মজিবুরকে আটক করে পুলিশ। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাইরে থেকে সে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় বাজারে খুচরা বিক্রি করতো। গ্রেফতারকৃত মজিবুর রহমান বাউফল উপজেলার কালাইয়া এলাকার মৃত ইসহাক সরদারের ছেলে। দুমকি থানা অফিসার ইনচার্জ মো আবুল বাশার বলেন, এব্যাপারে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, আসামিকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এর পিছনে আরো কারা আছে তাও বের করার চেষ্টা চলবে।