etcnews
ঢাকাTuesday , 30 May 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় পানিতে ডুবে ৭১ বছর বয়স্ক বৃদ্ধের মৃত্যু

etcnews
May 30, 2023 5:18 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন কচুয়া গ্রামের মৃত ধনু খান এর ছেলে মজিদ খান (৭১) নামে এক ব্যক্তি পানিতে ডুবে মৃত্যু হয়। মঙ্গলবার (৩০ মে) বিকেল ৫ টায় তার বসতি স্থান প্রধানমন্ত্রীর দেয়া সরকারি তহবিল ঘড় সেন্টারের হাট বাজারের পাশে গুচ্ছগ্রামে এর পাশে খালে পড়ে মৃত্যু হয়।
স্থানীয় আব্দুর রহিম জানান, তিনি পেশায় একজন ভিক্ষুক ছিলেন। রীতিমতো ভিক্ষা করে বাড়ি আসার সময় বাড়ির পাশে একটি ঘাটে গোসল করে ঘরে যায়।আজকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবর পেয়ে ওখানে চলে আসি এবং পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করি তারপর খুঁজে পাই।
মোঃসানু খলিফা জানান,আমরা তার হাটার লাঠি, বেডিং বস্তা সবকিছু ঘাটের উপরে দেখতে পাই কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না।আনুমানিক ৫ টা দিকে ধারণা করে আমরা খালে খোঁজাখুঁজি শুরু করি আনুমানিক দেড় ঘন্টার পর একপর্যায়ে আমার পায়ে সাথে টাচ লাগার পরই তাকে খুঁজে পাই। পরে উপরে উঠিয়ে তাকে দেখি তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে আবহাওয়া তীব্রতা থাকার কারণে মাথা ঘুরে পানিতে পড়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেন ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন ও থানার প্রশাসন পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রশাসন পরিবারের কাছে মৃতদেহ হস্তান্ত করে। পরে ওই স্থান থেকে মৃতকে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।