etcnews
ঢাকাSaturday , 31 August 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ধরাছোঁয়ার বাইরে ডিম

etcnews
August 31, 2024 7:30 am
Link Copied!

বাজারে ডিমের দামে লাগাম টেনে ধরা যাচ্ছে না। খুচরা বাজারে একটি ডিম বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকায়। এমন দামের জন্য ডিম ব্যবসায়ীদের দায়ী করছেন ভোক্তারা।

শনিবার (৩১ আগস্ট) বড়পুল বাজার, চৌমুহনী বাজার, ফকিরহাট বাজার, পাহাড়তলী বাজর, কাজিরদেউরি বাজার ঘুরে দেখা যায়, ১৬৫ থেকে ১৭৫ টাকা ডজন বিক্রি হচ্ছে ডিম। হিমশিম খাচ্ছেন ক্রেতারা। দাম নিয়ে চলছে তর্কাতর্কি।

চৌমুহনী বাজারে ডিম কিনতে আসা মুমিন কালবেলাকে বলেন, সব কিছুর দামই বাড়তি। গরিবরা যে ডিম খেয়ে বাঁচবে তাও সাধ্যের বাইরে। বাজারে অভিযান হলে কয়েকদিন দাম ঠিক থাকে। পরে আবার দোকানিরা দাম বাড়িয়ে দেয়।

জানতে চাইলে পাইকারি ব্যবসায়ী মো. আলম বলেন, সপ্তাহের মাঝামাঝি সময়ে ডিমের দাম আরও বাড়তি ছিল। ১৮০ টাকা পর্যন্ত ডিম (ডজন হিসেবে) বিক্রি হয়েছে। তবে গত দুদিন ধরে দাম কিছুটা কম। এখন আমরা পাইকারিতে প্রতি ডজন ১৪৪ টাকা বিক্রি করছি।

খুচরা ব্যবসায়ী মো. রফিক বলেন, বিক্রির জন্য বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। প্রশাসন আমাদের দিকে নজর না দিয়ে খামার সমিতির দিকে নজর দিলে সবাই বাঁচে

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।