মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ও পৌর বি এন পি উদ্যেগে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বি এন পির সাবেক কার্যালয়ে উপজেলা ও পৌর বি এন পির উদ্যেগে শহীদ জিয়ার মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সভাপতিত্বত করেন পৌর বি এন পির সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন,অনুষ্ঠান সঞ্চলনা করেন পৌর বি এন পির সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বি এন পির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম সিকদার,জেলা বি এন পির সহ-সভাপতি হয়রত আলী মিলন,পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক রেজভী আহম্মেদ দুলাল,উপজেলা যুবদলের আহবায়ক তপন খান,পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল হামিদ পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাহ আলম,সাধারন সম্পাদক বাদশা মিয়াসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।