মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুুয়াখালী) প্রতিনিধি: ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম ও অবরোধে পটুুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মা ইলিশ রক্ষায় অবরোধ কালীন সময় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তার অংশ হিসেবে পটুুয়াখালী রাঙ্গাবালী উপজলার ১ নং রাঙ্গাবালী ইউনিয়নে ২৩৯৩ টি জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ২৯ মে সোমবার দিনভর রাঙ্গাবালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুজ্জামান মামুন খান বাহের চর খাদ্যগুদাম চত্বরে প্রতিটি জেলে পরিবারের হাতে ৫৬ কেজি করে চাল তুলে দেন। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,রাঙ্গাবালী ট্যাগ অফিসার ও মোঃ রিপন খন্দকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুউল ইসলাম বাবুল, রাঙ্গাবালী ইউপি প্যানেল চেয়ারম্যান আঃ মান্নান গাজী, গ্রাম পুলিশ ও অনান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃআনোয়ারুল ইসলাম বাবুল বলেন, ২০মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়কালে ইলিশ মাছ আহরণ, পরিবহন, বাজরজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করা সম্পুর্ণ নিষেধ। এ আইন
অমান্যকারিদের বিরুদ্ধে ১ থেকে ২ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এই অবরোধ কালীন সময় উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নে ২৩৯৩ জন জেলে খাদ্য সহায়তা হিসেবে ৫৬ কেজি করে চাল পাবেন। তার অংশ হিসেবে রাঙ্গাবালী ইউনিয়নের ২৩৯৩টি জেলের হাতে চাল তুলে দেয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী মাছ শিকার করলে আমাদের মাছের ঘটতি কখনোই আসবে না। তিনি মা ইলিশ রক্ষায় সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃআনোয়ারুল ইসলাম বাবুল আরও বলেন, এই অবরোধ কালীন সময় কার্ডধারী জেলেদের মাঝে ৫৬ কেজি করে অন্য ইউনিয়নে পর্যায়ক্রমে চাল বিতরন করা হবে।