etcnews
ঢাকাMonday , 29 May 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

স্বাভাবিক মানুষের মত বাঁচতে চায় হাসিব

etcnews
May 29, 2023 2:46 pm
Link Copied!

মো: গোলাম মাওলা => স্বাভাবিক একজন মানুষের মতো বাঁচতে চায় লিঙ্গ সমস্যায় ভুক্তভোগী বরগুনার পাথরঘাটা উপজেলার নিজলাঠিমারা গ্রামের কবির হোসেনের ছেলে হাসিব। পুরুষাঙ্গে সমস্যা নিয়েই জন্মগ্রহন করেন তিনি। অপারেশন করলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অথচ সামান্য কিছু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না তার হতদরিদ্র বাবা। সমাজের বিত্তবানদের কাছে সহযোগীতা কামনা করেন হাসিবের পরিবার।

হাসিব বলেন,আমি আপনাদের মত বাঁচতে চাই আমাকে একটু সাহায্য করুন। আমার বাবার অর্থ নাই আমাকে অপারেশন করানোর, আপনারাই আমার শেষ সম্বল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই আমাকে একটু সাহায্য করবেন যেন আমি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারি।

হাসিবের হতদরিদ্র পিতা কবির হোসেন বলেন, আমি একজন জেলে মাছ বিক্রি করে কোনমতে সংসার চালাই। আল্লাহপাক আমাকে একটি ছেলে দিয়েছে জন্ম থেকেই তার পুরুষ অঙ্গে সমস্যা নিয়ে জন্মগ্রহন করেন। একবার ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার বলছে, অপারেশন করলে ভালো হবে। কিন্তু ছোট সময় অপারেশন করা যাবে না। এখন অপারেশন করাতে ২ লক্ষ টাকা লাগবে। আমি এক বেলা খাই এক বেলা না খেয়ে থাকতে হয়। তাই আমি সবার কাছে সাহায্যের আবেদন করছি। আমার ছেলেকে স্বাভাবিক মানুষের মত একটু বাঁচার জন্য সাহায্য করুন। এ বিষয়ে যদি কেউ আমার সাথে কথা বলতে চান তাহলে এই নাম্বারে ফোন দিবেন (মোবাইল ০১৭৫২৪৪৯০৫০)

ছেলের মা সেলিনা বেগম বলেন,আমরা গরীব মানুষ আমাদের অর্থ নেই এই ছেলেটিকে স্বাভাবিক মানুষের মতো ঘরে তোলা। অপারেশন করতে অনেক টাকা লাগবে। আমার ছেলেকে আপনারা একটু সাহায্য করুন। সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক ওকে সুস্থতা দান করে।

ওই এলাকার মোঃ সোহেল জানান, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ তিনি দেশবাসীর কাছে ছেলেটির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।