“বঙ্গবন্ধু তুমি”
লিখেছেন: সুমাইয়া আক্তার মীম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তুমি এ বাঙালির জাতির পিতা
আমার ক্ষুদ্র জ্ঞানে
তোমার গুনের কথা
লেখার নেই
ক্ষমতা
তোমায় নিয়ে যুগ যুগ ধরে লিখবে যত কবি তাদের কবিতা
তুমি তো সংগ্রাম করে এনেছো বাঙালির সপ্নের স্বাধীনতা
৭ই মার্চ রেসকোর্স ময়দানে তুমি দিয়েছিলে অগ্নিঝরা ভাষণ
সাড়ে সাত কোটি জনতা ঐক্যবদ্ধ হয়ে ভেঙে দিয়েছিল সেই দুঃশাসন
ক্ষুধা নিপীড়ন, নির্যাতন আর শোষণের বিরুদ্ধে সহ্য করেছিল কত ব্যাথা।
গোটা জাতির সামনে একটাই পথ আর প্রাণের দাবি শুধুই স্বাধীনতা
আর বাঙালি জাতি হলো ক্ষুব্ধ তখন এই শুরু হলো মুক্তিযুদ্ধ। সৃষ্টি হলো অসংখ্য বীরের অমরগাথা
পৃথিবীর মানচিত্রে আঁকা হলো সীমানা। পেলাম স্বাধীনতা
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।